অনির্বাণ থিয়েটার
নাটক মানুষের কথা বলে। নাটক শিল্পের কথা বলে। ধারণ করে কালকে। অতীত, বর্তমান ও ভবিষ্যত ত্রিকালের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের পরিচর্যায় নাটক হয়ে ওঠে পরিপুষ্ট। আর এর পিছনে সাহসী যোদ্ধার ভূমিকা পালন করে একদল নাট্যকর্মী। সেরকমই একদল নাট্যকর্মীর স্পন্দিত পদচারণায় ‘জাতীয় সংস্কৃতির প্রগতিশীল বিকাশ চাই’ এই অঙ্গীকারকে সামনে রেখে ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি জন্ম নেয় ‘অনির্বাণ থিয়েটার’। ৩৬ বছর ধরে ‘অনির্বাণ’ জীবন ও শিল্পের দীপ্ত উচ্চারণে এগিয়ে চলছে এই দেশ, এর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি ধারণের মধ্যদিয়ে একটি চিরমূখীন ঋদ্ধ সমাজ নির্মাণে। শেকড়ের টানে যাব বহুদুর, সংস্কৃতির আলোর তরীতে বেয়ে সুন্দরের যাত্রা হোক অনন্তে-এমনি ইচ্ছে আমাদের।
Anirban Theatre
T
heatre speaks the people. It is the vehicle of art that embodies time and the reality it survives. Theatre is graced by the art, culture and tradition of the trinity-past, present and the future. A group of Theatre Activists is the soul of a theatre team. Anirban came into being in 17 February 1983 with a bunch of such spirited and dedicated people aiming at ‘Progressive Flowering of National Culture’. Anirban Theatre has been evolving embodying the land, its history, tradition and culture towards creating a just, dynamic and prosperous society. The journey in the innermost core of our origin guided by the light and wisdom of our age-old culture will keep our flame alive eternally – such is our dream!
NEWS & EVENTS
News

