জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হলো ‘অনির্বাণ-এর তিন যুগ পূর্তি উৎসব’। বিগত ২১ ফেব্রুয়ারি ২০২০ -এ অনির্বাণ-এর তিন যুগ পূর্তি উৎসব ও একুশে মেলার উদ্বোধন ও স্থানীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগরকে গণসংর্বধনা দেওয়া হয়। শুক্রবার রাত ৯টার দিকে ডাক বাংলো চত্ত্বরে আট দনিব্যাপী একুশে মেলা, নাট্যোৎসব ও গণসংর্বধনা আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরী ও শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয। এরপর শিশুদের বর্ণ, শব্দ ও বাক্য লিখন প্রতিযোগিতা, উদ্বোধনী আসর, সম্মাননা এবং বিবর্তন যশোর এর নাটক ‘পাঁইচো চোরের কেচ্ছা’ উন্মুক্ত প্রদর্শনির মাধ্যমে প্রধম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিস্তারিত: দৈনিক জুগান্তর
